WHAT'S NEW?
Loading...

বিশ্বসেরা ফিল্ডার

             

ক্রিকেটে  ব্যাটসম্যানরা সবচেয়ে জনপ্রিয় একথা আমরা ধরে নেই। কিছু ক্ষেত্রে কোন বোলার হয়ে ওঠেন নায়ক।ডেল স্টেইন,শেন ওয়ার্নের মত বোলাররা ক্রিকেটের জনপ্রিয় ফিগার। সর্বকালের ক্রিকেট এদের মনে রাখবে। কিন্তু এখানে কথা হবে ফিল্ডারদের নিয়ে। ক্রিকেটে বেশকজন ফিল্ডার রয়েছেন যারা এ খেলার ইতিহাসে জনপ্রিয়।কারণ এরা ফিল্ডিংয়ে থাকলে যেকোনো ব্যাটসম্যান ব্যাটিংয়ে সতর্ক হতে বাধ্য। অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ ও সেন্স মিলে ক্রিকেটে এ ফিল্ডাররা হয়ে ওঠেছেন অনন্য। তেমনি আলোচিত কজন ফিল্ডারের কথা এখানে বলব। নামগুলো যথাক্রমে জন্টি রোডস, রিকি পন্টিং,হার্সেল গিবস, এন্ডু সাইমন্ডস, যুবরাজ সিং, মোঃ কাইফ, সুরেশ রায়না,পর কলিংউড, স্টিভ স্মিথ,তিলকেরত্ন দিলসান, রবীন্দ্র জাদেজা, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি,কিয়েরন পোলার্ড।

জন্টি রোডস:

জন্টি রোডসকে ক্রিকেটের সর্বকালের সেরা ফিল্ডার বলা হয়। অসাধারণ ক্ষিপ্র গতিতে বলের নিয়ন্ত্রণ নিতে পারতেন তিনি।

রিকি পন্টিং:

রিকি পন্টিং ক্রিকেটের আরেক সেরা ফিল্ডার। পন্টিং ভালো ব্যাটসম্যান হিসেবে পরিচিতি সেই সাথে অসম্ভব বুদ্ধিমান ফিল্ডার ছিলেন তিনি।

হার্সেল গিবস:

সতীর্থ রোডসের মত তিনিও অসাধারণ ফিল্ডার ছিলেন। বলের পেছনে পারফেক্ট এথলেটের মত মুভ করে নিয়ন্ত্রণ নিতেন গিবস।

এন্ডু সাইমন্ডস:

অষ্ট্রেলিয়ার স্বর্ণযুগের প্রতিনিধি এন্ডু সাইমন্ডস প্রতিভাবান ফিল্ডার ছিলেন।

মোঃ কাইফ:

ইন্ডিয়ার ফিল্ডিং দুর্বলতার মধ্যে কাইফ ব্যতিক্রম।হালকা দৈহিক গড়নের এ ক্রিকেটার দারুণ ফিল্ডিং করতেন।
যুবরাজ সিং: যুবরাজ সিংয়ের ফিল্ডিং ক্রিকেটের এক আলাদা আকর্ষণীয়  টপিক। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিতে তিনি খুব পারঙ্গম ছিলেন।

সুরেশ রায়না:

সুরেশ রায়না ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার। দারুণ সেন্সের জন্য তিনি ফিল্ডিংয়ে সহজেই প্রভাব বিস্তার করতে পারতেন।

পল কলিংউড:

ইংল্যান্ডের এ সাবেক অলরাউন্ডার অসাধারণ ফিল্ডার হিসেবে পরিচিত। নিখুঁত ডাইভের জন্য বিখ্যাত।

স্টিভ স্মিথ:

অষ্ট্রেলিয়া তথা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওয়ানডাউন ব্যাটসম্যান স্টিভ স্মিথ ফিল্ডার হিসেবেও দারুণ। বলের পেছনে দ্রুততার সাথে ডাইভে তিনি সফল।

তিলকেরত্ন দিলসান:

শ্রীলঙ্কার সর্বকালের সেরা ফিল্ডার বলা হয় তাকে। অসাধারণ ক্ষিপ্রতার জন্য ফিল্ডারদের এক আইডল দিলসান।

রবীন্দ্র জাদেজা:

বিশ্বসেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ফিল্ডার হিসেবেও দারুণ। জাদেজা ফিল্ডিংয়ে গুড এথলেট হিসেবে স্বীকৃত।

এবি ডিভিলিয়ার্স:

বিশ্বসেরা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স ফিল্ডার হিসেবেও বিশ্বসেরা। দারুণ বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ের জন্য তিনি স্মরণীয়।

বিরাট কোহলি:

বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ফিল্ডার হিসেবেও অসাধারণ।ক্ষিপ্রতার সাথে বলের নিয়ন্ত্রণ নিতে তিনিও সিদ্ধহস্ত।

কিয়েরন পোলার্ড:

পোলার্ড  বর্তমান সময়ের সবচেয়ে কার্যকর হার্ডহিটার বলা হয়।ফিল্ডির হিসেবেও পোলার্ড বিশ্বসেরা। দারুণ গ্ৰিফের জন্য তিনি স্মরণীয়।

Written by provakar chowdhury.