WHAT'S NEW?
Loading...

বর্তমান অডিআই ক্রিকেটের টপ উইকেটটেকার

                 
বর্তমান অডিআই ক্রিকেট বোলারদের জন্য বিশাল চ্যালেঞ্জিং।কারণ টিটুয়েন্টি ক্রিকেটের ছোঁয়ায় অডিআই ক্রিকেটে ব্যাটসম্যানরা আগ্ৰাসী ব্যাটিং করছে।  আনকোরা শটে ভালো বলকেও বিগশটে পরিণত করছে। এরফলে অডিআই ক্রিকেটে বোলারদের অধিক শ্রম দিতে হচ্ছে। এখানে বর্তমান অডিআই ক্রিকেটে সফল বোলারদের খোঁজ করব । মালিঙ্গা থেকে ট্রেন্ট বোল্ট এখানে থাকবে।

             লাসিথ মালিঙ্গা  

এ মুহূর্তে বেষ্ট অডিআই বোলার এবং ইয়র্কারমাষ্টার  লাসিথ মালিঙ্গা। তার অডিআই উইকেট সংখ্যা ৩৩৮।

           মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশের অডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তার উইকেট সংখ্যা ২৭০।


             সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অডিআই উইকেট সংখ্যা ২৬০।

              ডেল স্টেইন

বিশ্বসেরা গতিতারকা ডেল স্টেইনের অডিআই উইকেট সংখ্যা ১৯৬।

              টিম সাউদি

এ সময়ের অন্যতম সফল ফাষ্ট বোলার ও নিউজিল্যান্ডের স্পিডস্টার টিম সাউদির অডিআই উইকেট সংখ্যা ১৯০।

           রবীন্দ্র জাদেজা 

ভারতীয় বিশ্বসেরা স্পিনার ও বিশ্বসেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার অডিআই উইকেট সংখ্যা ১৮৭।

            ইমরান তাহির 

বর্তমান অডিআই  ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার ইমরান তাহিরের অডিআই উইকেট সংখ্যা ১৭৩।

              মিশেল স্টার্ক

এ সময়ের সবচেয়ে সফল ও কার্যকর ফাষ্ট বোলার মিশেল স্টার্কের অডিআই উইকেট সংখ্যা ১৭৮।

             থিসারা পেরেরা

শ্রীলঙ্কার অন্যতম সেরা মিডিয়াম পেসার ও জনপ্রিয় অলরাউন্ডার থিসারা পেরেরার অডিআই উইকেট সংখ্যা ১৭২।

                 ট্রেন্ট বোল্ট

বর্তমান অডিআই ক্রিকেটের এক টাফ পেসার ট্রেন্ট বোল্ট। তার অডিআই উইকেট সংখ্যা ১৬৪।

Written by provakar chowdhury.