কাটলি আমব্রোস:
ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী এ পেসার ছিলেন ক্রিকেটের এক সফল পেসার। নিখুঁত ডেলিভারি ও বোলিংয়ের বৈচিত্র্যের জন্য ক্রিকেটে তিনি চিরপরিচিত।কোটনি ওয়ালস:
ওয়েস্ট ইন্ডিজের আরেক দীর্ঘদেহী পেসার কোনটি ওয়ালস। সঠিক লাইন লেংথের জন্য ব্যাটসম্যানরা তাকে সমীহ করত।কপিল দেব:
ইন্ডিয়ার প্রথম সফল পেসার বলা হয় তাকে। লড়াকু এ পেসার ক্রিকেটের ইতিহাসে সবসময় আলোচিত।ওয়াসিম আকরাম:
ওয়াসিম আকরাম ক্রিকেটে সোয়িংয়ের সেরা বোলার হিসেবে খ্যাত। উইকেটের দু'পাশে সমানভাবে বল সোয়িং করাতে পারতেন ওয়াসিম আকরাম। গতির সাথে ছিল ভেরিয়েশন।চামিন্ডা ভাস:
চামিন্ডা ভাস ক্রিকেটের সর্বকালের সেরা পেসারদের অন্যতম। নিখুঁত ডেলিভারি এবং সোয়িং মিলে ভাস ছিলেন ক্রিকেটের এক ভয়ংকর বোলার।গ্লেন ম্যাকগ্রা:
নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরোধা বলা হয় তাকে। অসাধারণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ের জন্য ক্রিকেটে তিনি চিরস্মরণীয় নাম।শন পোলক: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক পোলক ক্রিকেটের এক সফল পেসার। নিখুঁত লাইন এবং ভেরিয়েশন মিলে এক অসাধারণ বোলার ছিলেন পোলক।
এনান্ড ডোনাল্ড:
দক্ষিণ আফ্রিকার এ গতি তারকা ক্রিকেটের আরেক সফল নাম। তিনিও নিখুঁত ডেলিভারির জন্য বিখ্যাত।ওয়াকার ইউনুস:
রিভার্স সুইংয়ের জন্য বিখ্যাত এ বোলার ক্রিকেটের অন্যতম সেরা পেসার।ব্রেট লি:
ব্রেট লি বিশ্বসেরা গতিতারকা হিসেবে চিরস্মরণীয়।একটানা দ্রুত গতিতে বোলিং করার অপূর্ব কৃতিত্ব ছিল তার।শোয়েব আখতার:
ক্রিকেটের দ্রুততম এ বোলারের নাম ক্রিকেটের ইতিহাসে থাকবেই। লম্বা রানআপ ও গতি ছিল তার একটি বিশেষ দিক।ডেল স্টেইন:
ক্রিকেটের টাপেষ্ট পেসারদের শটলিষ্টে স্টেইনের নামটি আসবেই। গতির সাথে সোয়িং মিলে এক দারুণ পেসার স্টেইন।মিশেল স্টার্ক:
ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি মিশেল স্টার্ক।গতি ও ব্যাটসম্যানদের দুর্বলতা বোঝে বোলিং করার অপূর্ব ক্ষমতা আছে তার।Written by provakar chowdhury
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন