WHAT'S NEW?
Loading...

এবার বঙ্গবন্ধু বিপিএলে কেমন হল টিমগুলো

             
এবার বঙ্গবন্ধু বিপিএলে প্রায় সব টিমই কাছাকাছি শক্তির হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স,কুমিল্লা ওয়ারিয়র্স এবং ঢাকা প্লাটুন এ তিন  টিম তুলনামূলকভাবে ষ্ট্রং হয়েছে অর্থাৎ টুর্নামেন্ট জমে ওঠার আগে এগিয়ে আছে। প্লেয়ার সিলেকশনে আরও ভাবতে পারতো টিমগুলো। বোলার ও বোলিং অলরাউন্ডার সিলেকশন ঠিক আছে।তবে ব্যাটিং অলরাউন্ডার সিলেকশনে বিদেশি কেউ কেউ বাদ পড়ে গেল মনে হচ্ছে। তবে খেলা মাঠে গড়ালে ডিটেইলস বুঝা যাবে ।

ঢাকা প্লাটুন: ঢাকা প্লাটুন এবার শক্তিশালী টিম করেছে। তামিম,বিজয়, মাশরাফি,থিসারা,ইভান্স,আফ্রিদি এদের মূল প্লেয়ার।ভালো কিছু করার যোগ্যতা আছে এ টিমের।

রাজশাহী: রয়ালস:লিটন,আফিফ,বোপারা,জাজাইকে নিয়ে মাঝারি টিম করেছে রাজশাহী রয়ালস।তবে ফর্মে থাকলে এরা প্রত্যেকেই বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

খুলনা টাইগার্স:মুশফিক,রুশো,ফ্রাইংকলিন,জাদরান, আমিরের সমন্বয়ে গড়া খুলনা টাইগার্স মোটামুটি ভালো টিম বলা যায়।জ্বলে উঠলে এদের যেকেউ ম্যাচের গতি পাল্টে দিতে পারেন।

সিলেট থান্ডার্স: সৈকত, মিঠুন, রাদারফোর্ড,জনসন চালর্স এ টিমের টপ প্লেয়ার। ভালো ক্রিকেট উপহার দেয়ার ক্ষমতা আছে এ টিমের।

রংপুর রেঞ্জার্স: এবার বঙ্গবন্ধু বিপিএলে ভালো টিম করেছে রংপুর রেঞ্জার্স। মোস্তাফিজ, নাইম শেখ,নবী,শাই হোপ,গ্ৰেগরী এ টিমের প্রধান প্লেয়ার। নাইম শেখ উদীয়মান স্টার।সাই হোপ এদেশে সফল।ভালো কিছু করার ক্ষমতা আছে এ টিমের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদুল্লাহ, রুবেল,ইমরুল,গেইল, বার্লে, ওয়াসিমের সমন্বয়ে গড়া এ টিম নিঃসন্দেহে শিরোপার দাবিদার।ভালো কিছু করার যথেষ্ট ক্ষমতা আছে এ টিমের প্রতিটি প্লেয়ারের।

কুমিল্লা ওয়ারিয়র্স: দারুণ টিম করেছে কুমিল্লা ওয়ারিয়র্স।সৌম্য,আল আমিন,কুশল পেরেরা,মালান,সানাকার মত তারকা প্লেয়ারের ছড়াছড়ি এ টিমে  দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে শিরোপার  জন্যই টিম গড়েছে কুমিল্লা।

প্রায় সব টিমই এখানে শক্তিশালী। তবু খেলা মাঠে গড়ালে পাওয়া যাবে বাকিটুকু।
Written by provakar chowdhury