WHAT'S NEW?
Loading...

টিটুয়েন্টি ক্রিকেটে টাপেষ্ট টিম কোনগুলো

               

প্রশ্নটি কঠিন যে টিটুয়েন্টি ক্রিকেটে টাপেষ্ট টিম কোনগুলো। এবং কাজটি খুব সহজ নয়। বিশ্লেষকদের পর্যবেক্ষণ এক্ষেত্রে যেরূপ হবে ক্রিকেট ফ্যানদের উওর নিশ্চয় ভিন্ন হবে। এবার দেখে নেয়া যাক টিটুয়েন্টি ক্রিকেটে টাপেষ্ট টিম কোনগুলো।

ভারত:ভারত টিটুয়েন্টি ক্রিকেটে সবসময়ই টাফ টিম। উপরন্তু তাদের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে । বিরাট কোহলি নিশ্চিতভাবে টিটুয়েন্টি ক্রিকেটের এক বড় ব্যাটসম্যান। গুড হিটার, হার্ড হিটার দুই গুণ মিলে টিটুয়েন্টি ক্রিকেটে কোহলি সবপ্রতিপক্ষের বিপক্ষেই সফল।শিকর ধাওয়ান উইকেটের চারপাশে শট খেলায় পারঙ্গম।পান্ডিয়া গুড ফিনিশার এবং বুদ্ধিমান বোলার হিসেবে টিটুয়েন্টি ক্রিকেটে পরিচিত।জাদেজা,বুমরা শামি টিটুয়েন্টি ক্রিকেটের  টাফ বোলার। সবমিলে ভারত টিটুয়েন্টি ক্রিকেটের এক টাপেষ্ট টিম।
ওয়েস্ট ইন্ডিজ: গেইল, পোলার্ড,কটরেল পুরান, লুইসের সমন্বয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ নিঃসন্দেহে টিটুয়েন্টি ক্রিকেটের জন্য এক বড় টিম।এই টিমের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে। এবং তাদের দিনে ওয়েস্ট ইন্ডিজ টিটুয়েন্টি ক্রিকেটে যেকোন টিমকে হারানোর ক্ষমতা রাখে।

অষ্ট্রেলিয়া: ওয়েস্ট ইন্ডিজ পরে অবধারিতভাবে অষ্ট্রেলিয়া টিটুয়েন্টি ক্রিকেটে টাপেষ্ট টিম। ডেভিড ওয়ার্নার,ফিন্স,  ম্যাক্সওয়েল, স্টার্কের সমন্বয়ে গড়া অষ্ট্রেলিয়া টিম টিটুয়েন্টি ক্রিকেটে বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত।

ইংল্যান্ড: টিটুয়েন্টি ক্রিকেটে টাপেষ্ট টিমের সন্ধান করলে ইংল্যান্ডের নাম আসবেই।রয়, বাটলার,মরগান, স্টোকসদের নিয়ে গড়া ইংল্যান্ড টিম যেকোন প্রতিপক্ষের জন্যই এক বড় ফ্যাক্টর। ইংল্যান্ড টিম জলে ওঠলে টিটুয়েন্টি ক্রিকেটে যেকোন টিমকে মাটিতে নামাতে সক্ষম।

আসলে টিটুয়েন্টি ক্রিকেট মুহূর্তের ক্রিকেট এখানে স্টাইল টাইমিং টেকনিকের চেয়ে রান এবং উইকেট মূখ্য বিষয়।আর এক্ষেত্রে উপরের চার টিমকে এগিয়ে রাখতে হবে।
Written by provakar chowdhury