WHAT'S NEW?
Loading...

ক্রিকেটের তুলনা কালচার

               
ক্রিকেট  অবশ্যই একটি জনপ্রিয় খেলা। এটি নির্ঝঞ্ঝাট গেম । এবং এখানে বহু প্রকারের রোমান্স উওেজনা আছে। সেই সাথে ক্রিকেটের গায়ে কলঙ্ক আছে। এক্ষেত্রে ক্রিকেট ফুটবল থেকে একটু এগিয়ে আছে। ব্রায়ান লারা, শচিন, কোহলিরা যেমন ক্রিকেটের লিজেন্ড তেমনি হ্যান্সিক্রনিয়ের মত স্ক্যান্ডালও আছে এখানে। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটের মজার একটি বিশ্লেষণ পদ্ধতি হল তুলনা।কোন তারকা অন্য কোন তারকার মত এসব আলোচনা ক্রিকেটে খুব জনপ্রিয়।এমনি কিছু তুলনা খোঁজবো এখানে।

                  শচিন-লারা

লারা ও শচিন দুজনই গ্ৰেট ক্রিকেটার।লারা ক্লাসিক্যাল ধারার স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। শচিন ক্রিকেটের লিটল মাষ্টার হিসেবে খ্যাত। শচিনের আছে সেঞ্চুরির সেঞ্চুরি করার অপূর্ব ধারাবাহিকতা। আবার লারার আছে লংগারভার্সনে দীর্ঘতম ইনিংস খেলেও অপরাজিত থাকার ইতিহাস। অসাধারণ টেকনিকের জন্য দুজনই বিশ্বক্রিকেটে অতুলনীয়।

            জয়সুরিয়া - গিলক্রিস্ট

সনাৎ জয়সুরিয়া ওডিআই ক্রিকেটের ইতিহাসে টাপেষ্ট ওপেনারদের মধ্যে অন্যতম।এগ্ৰেসিভ ওপেনার হিসেবে তার তুলনা খুব কম আছে ক্রিকেটে। আবার অষ্ট্রেলিয়ার এককালের বিধ্বংসী ওপেনার গিলক্রিস্টের সাথে অনেকে জয়সুরিয়ার তুলনা করে থাকেন।তবে দুজনের ব্যাটিং স্টাইল ঠিক একরকম ছিলনা। গিলক্রিস্ট ভালো বলকে বিগশটে পরিণত করতেন  তবে জয়সুরিয়া বলের গুণাগুণ বিচার করে নিখুঁত শট খেলায় ছিলেন সিদ্ধহস্ত।একটি ক্ষেত্রে দুজনের মিল ছিল যা হল দুজনই ছিলেন পাওয়ারফুল হিটার।

           ক্রিসগেইল-রোহিত শর্মা

ক্রিস গেইল এবং রোহিত শর্মার মধ্যে তুলনা করা হয়।কারণ দুজনই সেট হয়ে গেলে দুর্দান্ত স্টোকপ্লের জন্য পারঙ্গম।গেইল যেমন ভালো হিটার রোহিতও তাই। এদের দিনে প্রতিপক্ষের বোলারদের দুর্ভোগ পোহাতে হয়।

           ডেল স্টেইন-মিশেল স্টার্ক

ডেল স্টেইন ও মিশেল স্টার্ককে বলা হয় ক্রিকেটের সর্বকালের সেরা পেসারদের অন্যতম। নিখুঁত ডেলিভারি ও বুদ্ধিমত্তা মিলে দুজনই অনন্য।ডেল স্টেইন গতির সাথে ভেরিয়েশন দিয়ে ব্যাটসম্যানদের ঘায়েল করেন। আবার স্টার্ক গতি,সুয়িং  ও বুদ্ধিমত্তা দিয়ে ব্যাটসম্যানদের বিব্রত করেন। বর্তমান ক্রিকেটে এ দুজনকে সবচেয়ে টাফ পেসার হিসেবে গণ্য করা হয়।

             অশ্বিন-তাহির

বর্তমান ক্রিকেটের সবচেয়ে সফল দুজন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ইমরান তাহির। অশ্বিন কিছুটা গতি সেই সাথে স্পিন দিয়ে ব্যাটসম্যানদের কাবু করেন। আবার তাহির বুদ্ধিদীপ্ত স্পিনের জন্য বিখ্যাত।

             কোহলি-ডিভিলিয়ার্স

নিঃসন্দেহে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স এসময়ের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ব্যাটসম্যান।এ দুজনের অদ্ভুত কিছু মিল রয়েছে । দুজনই ইনোভেটিভ ব্যাটসম্যান এবং ভালো ফিল্ডার। দুজনই ম্যাচ উইনার।তাই এ দুজনের মধ্যে তুলনা কালচার ক্রিকেটে খুব প্রচলিত।

ক্রিকেটে একসময় অনিল কুম্বলে এবং শেন ওয়ার্নের মধ্যে তুলনা চলত।ব্রেটলির সাথে সুয়েব আক্তারের গতির তুলনা চলত।এখনো যেমন চলে কোহলির সাথে ডিভিলিয়ার্সের কিংবা দেবেন্দ্র বিশুর সাথে জাম্পার।আসলে ক্রিকেটে তুলনা একটি মজার বিষয় যেখানে শেষে কারো সাথে কারো মিল পাওয়া যায় না।
Written by provakar chowdhury