WHAT'S NEW?
Loading...

ক্রিকেটের স্মরণীয় ওপেনারদের কথা

               
ওপেনিং  ক্রিকেটের এক প্রধান আকর্ষণ। গিলক্রিস্ট থেকে রোহিত শর্মা যুগের ক্রিকেটেও ওপেনারদের প্রতি দর্শকদের আকর্ষণে খুব একটা ভাটা পড়েনি।কোন ওপেনার ক্লাস দিয়ে মুগ্ধ করেছেন আবার কেউ আগ্ৰাসী হয়ে তুমুল আনন্দ দিয়েছেন। আসুন ক্রিকেটের কিছু স্মরণীয় ওপেনারের সন্ধান করি।

গিলক্রিস্ট :

অষ্ট্রেলিয়ার ওপেনার এডাম গিলক্রিস্ট  বহু বোলারের দুঃসহ স্মৃতির এক সঙ্গী হয়েছেন।তার দিনে বোলারদের দুর্ভোগ পোহাতে হয়েছে । অসাধারণ টাইমিং, নিখুঁত শট সিলেকশন,এগ্ৰেসিভ বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে এক দারুণ ওপেনার ছিলেন এডাম গিলক্রিস্ট।

ম্যাথু হেইডেন:

এগ্ৰেসিভ ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে এক স্মরণীয় ওপেনার হয়ে আছেন ম্যাথু হেইডেন। টাইমিং এবং স্ট্যামিনার দিক থেকেও অনন্য ছিলেন হেইডেন।

হার্সেল গিবস:

মারকুটে ব্যাটসম্যান হার্সেল গিবস ছিলেন ক্রিকেটের এক স্মরণীয় ওপেনার।গিবসের ব্যাটিংয়ের মেজাজ দর্শকদের জন্য ছিল বিশেষ কিছু। নিখুঁত স্টোকপ্লে আবার ডাউনদাউইকেট দুই ক্ষেত্রেই অসাধারণ ওপেনার ছিলেন গিবস।

সনাৎ জয়সুরিয়া:

ওডিআই ক্রিকেটে সনাৎজয়সুরিয়ার ওপেনিং ঝড় যারা দেখেছেন তাদের পক্ষে তা ভুলে যাওয়া প্রায় মুশকিল। অফসাইডে দুর্দান্ত ছিলেন জয়সুরিয়া।তার হুক ছিল দেখার মত।

দিলসান:

তিলকেরত্নে দিলসান ওপেনিং ব্যাটিংয়ের এক সৌন্দর্যের নাম।এগ্ৰেসিভ স্টোকমেকার  হিসেবেতার তুলনা খুব কম আছে ক্রিকেটে।

বীরেন্দর শেবাগ:

আগ্ৰাসী ওপেনার বীরেন্দর শেবাগের নাম ক্রিকেটের এক বিশিষ্ট স্থানে থাকবে। তার ওপেনিং ব্যাটিংয়ে একধরণের আভিজাত্য ছিল । জায়গায় দাঁড়িয়ে তার মত নিখুঁত বিগশট খেলা ক্রিকেটে সব ওপেনারের পক্ষে সম্ভব না।

ক্রিস গেইল:

ক্রিস গেইলের তুলনা ক্রিকেটে নেই।এই ওপেনার আগ্ৰাসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেটে বিশিষ্ট স্থান জুড়ে আছেন। ইনিংসের শুরুতে বোলারদের মনবল ভেঙ্গে দেয়ার ক্ষেত্রে তিনি অতুলনীয়।

রোহিত শর্মা:

উইকেটে সেট হয়ে গেলে প্রতিপক্ষের বোলিং তুলোধুনো করে দেয়ার অদ্ভুত ক্ষমতা আছে ওপেনার রোহিত শর্মার। তিনি দুর্দান্ত স্টোকপ্লের ফুলঝুরি ছড়িয়ে বেশকিছু বিগ ইনিংস ইতিমধ্যে ক্রিকেটকে দিয়েছেন।তার দিনে যেকোন রেকর্ড ভাঙার যোগ্যতা আছে রোহিত শর্মার।

ডেভিড ওয়ার্নার:

ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ওপেনারদের তালিকা করলে ওয়ার্নারের নাম আসবেই। দুর্দান্ত স্টোকপ্লের জন্যই ডেভিড ওয়ার্নার ক্রিকেটের এক অভিজাত ওপেনার হিসেবে পরিচিত। সবধরণের উইকেটে রান করার যোগ্যতা আছে তার।

Written by provakar chowdhury