WHAT'S NEW?
Loading...

চাকরির পরীক্ষার রিটেন প্রস্তুতি

                 

এখন বিসিএসসহ বিভিন্ন প্রথমশ্রেণির জবের রিটেন চলছে।রিটেন যেকোন জব ইন্টারভিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট।রিটেনে পাস করলেই শুধু হবেনা এখানে  ভালো মার্কস না পেলে শেষ পর্যন্ত টিকে থাকা অসম্ভব।তাই শুধু পড়লে হবে না কিছুটা সেলফিস হতে হবে। অপ্রয়োজনীয় টপিক বাদ দিতে হবে।লেখায় মাধুর্য থাকতে হবে। সংশ্লিষ্ট জবের বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেখে একটি ম্যাপ তৈরি করতে হবে।

বাংলা:বাংলা সবধরণের জব এক্সামে থাকে।

এক্ষেত্রে ব্যাকরণ ও ফ্রিহ্যান্ড দুই ভাগে এটি বিভক্ত। ব্যাকরণের জন্য বেষ্ট বই হায়াত মামুদের ভাষাশিক্ষা।আর ফ্রি হ্যান্ডের জন্য তথ্যবহুল ও মাধুর্যপূর্ণ লেখা প্রাকটিস করতে হবে। এজন্য বিভিন্ন বাংলা পএিকার শুক্রবারের সাময়িকীর বাংলা আর্টিকেলগুলো নিয়মিত পড়লে উপকার হবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আকর্ষণীয়' ভূমিকা' অর্থাৎ শুরুটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সরল বাক্যে যেকোন কিছু লেখা ভালো।

ইংরেজি: ইংরেজির ক্ষেত্রে গ্ৰামাটিকেল এরর দূর করার জন্য ইন্টারনেট থেকে প্রাকটিসের

বিকল্প নেই।
ফ্রি হ্যান্ড ইংরেজির জন্য অনুবাদ চর্চা ভালো কাজ দেবে। ইন্টারনেট থেকে ইংরেজি আর্টিকেল নিয়মিত পড়তে হবে। লেখার স্টাইলটি বুঝার চেষ্টা করতে হবে।

গণিত: গণিত যত চর্চা করবেন তত লাভ হবে।

বেসিক বুঝে গণিত চর্চা করা উচিত। মাধ্যমিক গণিত এক্ষেত্রে একটি প্রধান সহায়ক। কিছু ক্ষেত্রে উচ্চমাধ্যমিক গণিত বইয়ের প্রয়োজনীয় অংশ দেখা উচিত।নিজে নিজে ইন্টারনেট থেকে মডেল টেস্ট দিতে হবে। মূল পরীক্ষা তখন সহজ হয়ে যাবে।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়:


বাংলাদেশ  বিষয়াবলি সব জব এক্সামের রিটেনে কাজে লাগে। এখানে অর্থনৈতিক সমীক্ষা নিয়মিত পড়া উচিত। বিভিন্ন ইতিহাস ও সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ নিয়মিত পড়তে হবে। সংবিধানের বিভিন্ন আর্টিকেল সবক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগাতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলীর  ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন  ঐতিহাসিক সমস্যার ইতিহাস পড়তে হবে । চলমান বিভিন্ন  আন্তর্জাতিক  সমস্যা সম্পর্কে জানতে হবে। মুখস্থ নয় মূল ফ্যাক্ট বুঝার চেষ্টা করতে হবে। এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগাতে হবে।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: বিজ্ঞান ও  


তথ্যপ্রযুক্তিরপ্রশ্ন সব জবএক্সামে আসে। এক্ষেত্রে ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই খুব সহায়ক। এখানেও মুখস্ত নয় বুঝে পড়তে হবে। প্রয়োজনীয় টেবিল গ্ৰাফ ইত্যাদি বাসায় প্রাকটিস করতে হবে ।

সবকিছুর পর যেকোন রিটেন এক্সামে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে উপস্থাপনা জরুরি। শুরুটা আকর্ষণীয় করার চেষ্টা করা উচিত। তথ্যবহুল অর্থাৎ প্রশ্নের বিষয়সম্পর্কিত বিভিন্ন তথ্য সূত্র উল্লেখ করে লেখাটিকে বিশিষ্ট করে তুলতে হবে।
Written by provakar chowdhury