WHAT'S NEW?
Loading...

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক এক্সাম প্রিপারেশন


বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু পরামর্শ। বাংলাদেশ ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংক তাই এখানে জব অবশ্যই আলাদা বিষয়। যতদূর জানা যায় এখানে চাপ থাকবে আবার দেশ-বিদেশের আর্থিক খাতের বিভিন্ন সমস্যা সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ হবে। সবমিলিয়ে এটিও বিশেষ জব।

ইংরেজি: বাংলাদেশ ব্যাংকের সব রিক্রুটমেন্ট পরীক্ষায় স্ট্যান্ডর্ড কোয়েশ্চন হয়ে থাকে।

তাই এখানে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। আগের প্রশ্ন দেখতে হবে।সলভ করতে হবে। ইংরেজির জন্য চৌধুরী এন্ড হোসেনের উচ্চমাধ্যমিকের বইটি বেসিক হালনাগাদ করতে সহায়ক হবে।আর ফজলুল হকের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ভালো সহায়তা করবে। নিয়মিত নিজে নিজে ইন্টারনেট থেকে মডেল টেস্ট দিতে পারেন।

বাংলা: বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক  যেকোন বই। 

মাহবুবুল আলমের বইই ভালো ডিটেইলস তথ্য পাবেন।
ভাষাশিক্ষা (হায়াত মামুদ) ভালো বই।
গণিত:বেসিক ম্যাথের জন্য মাধ্যমিক গণিত বই ভালো।তবে প্রশ্ন ইংরেজি মিডিয়ামে হবে এজন্য সাথে রাখবেন সাইফুরস এর এমসিকিউ ও রিটেন ম্যাথ বই দুটি।

সাধারণ জ্ঞান: নিয়মিত পেপার  পড়ুন। দেশ ও দেশের বাইরের  সাম্প্রতিক ঘটনাবলীর


তথ্য খাতায় লিখে রাখতে পারেন। কারেন্ট এফেয়ার্সের ফেসবুক পেজ নিয়মিত দেখতে পারেন।
সবকিছুর পর নিয়মিত বাংলা ও ইংরেজিতে সরল বাক্যে ফ্রি হ্যান্ড রাইটিং প্রাকটিস করুন ।সবপরীক্ষায় এটি কাজ দেবে।
Written by provakar chowdhury